বিশ্বের সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় যৌথভাবে অবস্থান করছে ৮০১তম স্থানে।
বিভিন্ন তথ্য-উপাত্ত, জরিপ ও গবেষণার ওপর ভিত্তি করে প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং প্রকাশ করেছে কোয়াকোয়েরেলি সায়মনডস ‘কিউএস’ নামে একটি আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সংগঠন। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ, মান, গবেষণা ও অন্যান্য বিষয় পর্যালোচনা করে এই র্যাংকিং করে থাকে।
এ বছরও বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে শীর্ষে রয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এমআইটি। আট বছর ধরে প্রথম স্থান ধরে রেখেছে বিশ্ববিদ্যালয়টি।
তালিকায় দ্বিতীয় অবস্থানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং তৃতীয় অবস্থানে রয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। তবে এ বছর ক্যামব্রিজ ইউনিভার্সিটির অবস্থান ছয় থেকে সাতে নেমেছে।
র্যাংকিংয়ে চতুর্থ অক্সফোর্ড, পঞ্চম ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি, ষষ্ঠ সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজি। চীনের সিনহুয়া ইউনিভার্সিটি র্যাংকিংয়ে ১৬তম অবস্থানে রয়েছে।
র্যাংকিংয়ে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট গত বছরের মতো একই অবস্থানে রয়েছে।