অস্ট্রেলিয়া ও ডেনমার্ক বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। আগামী বছরের জুনে রাশিয়ায় অনুষ্ঠিতব্য ৩২ দলের বিশ্বকাপে আর কেবল একটি দেশের ওঠা বাকি। সেটিও নিশ্চিত হয়ে যাবে আজ পেরু-নিউজিল্যান্ডের মধ্যকার খেলাটির পর।
গতকাল সিডনিতে মহাদেশীয় প্লে-অফে হন্ডুরাসকে ৩-১ গোলে হারায় অস্ট্রেলিয়া। এটি তাদের টানা চতুর্থবারের মতো চূড়ান্ত পর্বে ওঠা। উভয় দলের প্রথম লেগটি গোলশূন্য ড্র হয়েছিল।
অপরদিকে ডেনমার্ক গত মঙ্গলবার রাতে টটেনহ্যাম হটস্পারের মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেনের দুর্দান্ত হ্যাটট্রিকে আয়ারল্যান্ডকে হারিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপে উঠল। আয়ারল্যান্ডের ডাবলিনে স্বাগতিকদের ৫-১ গোলে হারিয়ে এ কৃতিত্ব দেখায় ডেনমার্ক। প্রথম লেগের খেলাটি গোলশূন্য ড্র হয়েছিল।
এরিকসেন এ নিয়ে দেশের হয়ে ২১ গোল করলেন। এর মধ্যে ১১টিই করেন চলতি বাছাই পর্বে। অভিজ্ঞ কোচ অ্যাইজ হ্যারেইডি ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে মর্টেন ওলসেনের ব্যর্থতার প্রেক্ষিতে দায়িত্ব নিয়েছিলেন। এখন তার অধীনে ডেনমার্ক দল বিশ্বকাপে যোগ্যতা অর্জনের পাশাপাশি ২০১৭ সালটি অপরাজিত থাকল। এরিকসেনের প্রশংসাও করেন কোচ হ্যারেইডি।
অস্ট্রেলিয়ার জয়টি আসে অ্যাস্টন ভিলার খেলোয়াড় মাইল জেডিনাকের নৈপুণ্যে। তিনি একাই সবকটি গোল দেন। ৫৩ মিনিটে ফ্রি কিক থেকে গোলের সূচনার পর অপর দুটি আসে পেনাল্টি থেকে। সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় হাজির থাকা ৭৬,০৮০ দর্শকও স্বাগতিকদের জয়ে অবদান রাখে। এ খেলায় রেফারিকে সাতটি হলুদকার্ড দেখাতে হয়।
যোগ্যতা অর্জনকারী দেশগুলো:
স্বাগতিক: রাশিয়া
দক্ষিণ আমেরিকা: ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, উরুগুয়ে।
এশিয়া: ইরান, জাপান, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া।
উত্তর/মধ্য আমেরিকা: মেক্সিকো, কোস্টারিকা, পানামা।
ইউরোপ: জার্মানি, বেলজিয়াম, ইংল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া, সার্বিয়া, সুইডেন, ডেনমার্ক।
আফ্রিকা: মিসর, মরক্কো, নাইজেরিয়া, সেনেগাল, তিউনিসিয়া।