বিড়ির মূল্য বৃদ্ধি না করার দাবি জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর বাড়ির সামনে মানববন্ধন করেছে ‘বিড়ি ভোক্তা পক্ষ’ নামের একটি সংগঠন। মঙ্গলবার দুপুরে বান্দরবান শহরে প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন। তবে মানববন্ধনটি আকিজ টোব্যাকো কোম্পানীর পৃষ্ঠপোষকতায় করানো হয়েছে বলে জানান অংশগ্রহণকারী কয়েকজন।
মানববন্ধনে উপস্থিত বেশিরভাগ লোকই বান্দরবানে আকিজ টোব্যাকো কোম্পানীর তামাক শ্রমিক বলে জানা গেছে। এতে আরও উপস্থিত ছিলেন বিড়ি ভোক্তা সমিতির সভাপতি এস এম মোস্তাকিন জনি, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রেমং মার্মা প্রমুখ। আকিজ টোব্যাকো কোম্পানীর বান্দরবান জেলা সমন্বয়কারী মোঃ ফারুক হোসেনকেও সেখানে উপস্থিত দেখা গেছে।