বিটিআরসিকে ২ হাজার কোটি টাকা দিতে গ্রামীণফোনকে আদালতের নির্দেশ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দাবিকৃত প্রায় ১২ হাজার ৫৮০ কোটি টাকার মধ্যে দুই হাজার কোটি টাকা তিন মাসের মধ্যে পরিশোধ করতে হবে গ্রামীণফোনকে।

নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রামীণফোন ওই টাকা দিতে ব্যর্থ হলে হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল হয়ে যাবে। তখন গ্রামীণফোনের বিরুদ্ধে যেক োনো আইনি ব্যবস্থা নিতে পারবে বিটিআরসি।

রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারকের আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

শুনানিতে বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবে আলম ও খন্দকার রেজা-ই-রাকিব।

অন্যদিকে গ্রামীণফোনের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ফজলে নূর তাপস, এ এম আমিন উদ্দিন ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।

আদেশের পর বিটিআরসির আইনজীবী রেজা-ই-রাকিব বলেন, ‘আপিল বিভাগ বলেছে, দ্রুত ওই দুই হাজার কোটি টাকা দিতে হবে গ্রামীণফোনকে। তা না হলে হাই কোর্টের আদেশ ভ্যাকেট হয়ে যাবে। তখন যে কোনো লিগ্যাল অ্যাকশন নিতে পারবে বিটিআরসি।’

গ্রামীণফোনের আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী বলেন, দুই হাজার কোটি টাকা বিটিআরসিকে পরিশোধের জন্য আদালত গ্রামীণফোনকে তিন মাস সময় দিয়েছেন।

গত ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) এক আদেশে গ্রামীণ ফোনের কাছে বিটিআরসির ওই পাওনা আদায়ে ওপর দুই মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্ট। এরপর হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে বিটিআরসি গত ২০ অক্টোবর আপিল বিভাগে আবেদন করে।

বিটিআরসির দাবি অনুযায়ী, ১৯৯৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত যন্ত্রপাতি আমদানিসহ বিভিন্ন বিষয়ে গ্রামীণফোনের কাছে নিরীক্ষা আপত্তি দাবির ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা এবং রবির কাছে ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা পাওনা রয়েছে তাদের। টাকা আদায়ে ব্যর্থ হয়ে ওই দুটি প্রতিষ্ঠানকে লাইসেন্স বাতিলের হুমকি দিয়ে ২ এপ্রিল নোটিশ দেয় বিটিআরসি।

বিটিআরসির পাওনার বিষয়ে গত আগস্টের শেষ সপ্তাহে ঢাকার সংশ্লিষ্ট দেওয়ানি আদালতে স্বত্বের মামলার (টাইটেল স্যুট) আবেদন করে গ্রামীণফোন। সেই আবেদনটি গৃহীত হয়ে আদালতে বিচারাধীন রয়েছে। ওই আবেদনের অধীনে বিটিআরসির পাওনা আদায়ের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন জানানো হলে গত ২৮ আগস্ট নিম্ন আদালতে সেটি খারিজ হয়ে যায়। পরে ওই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে গ্রামীণফোন।

পরে আপিল বিভাগ বিটিআরসির পাওনা দাবির মধ্যে গ্রামীণফোন কত দিতে পারবে তা জানাতে দুই দফা সময় দেওয়ার পর গত ১৪ নভেম্বর আদালতে শর্ত সাপেক্ষে আপাতত ২০০ কোটি টাকা দিতে রাজি হয় গ্রামীণফোন। আর ওই পাওনার অন্তত ৫০ ভাগ পরিশোধ করে পরবর্তীতে আলোচনার মাধ্যমে বাকি টাকার বিষয়ে সিদ্ধান্তের প্রস্তাব করে বিটিআরসি।

শেয়ার করুন