অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, নির্বাচনে সব দল যাতে অশংগ্রহণ করে সেই ব্যবস্থা আমরা ২০১৪ সালে নিশ্চিত করেছি। নতুন করে নিশ্চিত করার কোন প্রয়োজন নাই। যে প্রক্রিয়া অবলম্বন করলে নির্বাচনে সব দল অংশগ্রহণ করতে পারে এবং একটি অবাধ ও স্বাধীন নির্বাচন হতে পারে এই পরীক্ষা এদেশে হয়ে গেছে এবং তার উদাহরণ এই দেশে আছে।
রবিবার সুনামগঞ্জের দিরাই উপজেলার ফিমেইল একাডেমী আয়োজিত ‘মেয়েদের শিক্ষা ও নারীর ক্ষমতায়ন’ শীর্ষক এক সেমিনারে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে অর্থমন্ত্রী বলেন, ”বিএনপি একটা বড় দল ছিল, কিন্তু এখন আছে কিনা আমার সন্দেহ রয়েছে।”
ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়ন বিষয়ে বিভিন্ন ণিপেশার অভিজ্ঞজন তাদের মতামত তুলে ধরেন।