বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে সংলাপের আয়োজন করেছে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম, বান্দরবান। ২৮ অক্টোবর বৃহষ্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংলাপের আয়োজন করা হয়।
সংলাপে প্রধান অতিথি জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, জেলার পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে যারা অপেক্ষাকৃত দরিদ্র, তাদের মধ্যে বাল্যবিবাহের প্রবণতা বেশি। মেয়ে শিশুদের শিক্ষা ও অন্যান্য ব্যয় নির্বাহের চাপ কমাতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা, উপবৃত্তিসহ সামাজিক নিরাপত্তার নানা কর্মসূচি চালু রয়েছে। তাই অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষ সচেতন হলে বাল্যবিবাহ রোধ করা সম্ভব।
তিনি আরও বলেন, মেয়েরা যখন অপ্রাপ্তবয়ষ্ক অবস্থায় বিয়ের পর সন্তান জন্ম দেয়, তখন তাদের প্রসবকালীন মৃত্যুঝুঁকি ও পরবর্তীতে স্বাস্থ্যহানির ঝুঁকি অনেক বেশি থাকে। সন্তানের যথাযথ লালনপালন সম্পর্কেও তারা একেবারেই অনভিজ্ঞ থাকে। কিন্তু, প্রাপ্তবয়ষ্ক মায়েদের এসব ঝুঁকি কমে যায়।
ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম, বান্দরবান-এর সভাপতি অং চ মং এর সভাপতিত্বে সংলাপটির সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক লালজার লম বম। বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. অং চা লু, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কুদ্দুছ ফরাজী। সশরীরে এবং জুম প্ল্যাটফর্ম থেকে সংলাপে অংশ নেন প্ল্যাটফর্ম ফর ডায়লগ-এর টিম লিডার আরসেন স্টিফেন, বান্দরবানের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, উন্নয়নকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার ৬২ জন।
সংলাপে সহযোগিতা করেছে বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটিশ কাউন্সিল এবং প্ল্যাটফর্মস ফর ডায়লগ (পিফোরডি)।