বাফুফে নির্বাচনে বান্দরবানের ডেলিগেট হলেন জাবেদ রেজা

আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর নির্বাচনে বান্দরবান জেলার পক্ষে ডেলিগেট হিসেবে বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ফুটবল সংগঠক মোহাম্মদ জাবেদ রেজার নাম চুড়ান্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সাধারণ সভায় সারাদেশের সর্বমোট ১৩৩ জন ডেলিগেটের নাম অনুমোদন করা হয়। সভায় সভায় সভাপতিত্ব করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

অন্যান্যদের মধ্যে পার্শ্ববর্তী জেলা রাঙামাটি থেকে বরুন বিকাশ দেওয়ান এবং খাগড়াছড়ি থেকে অনুপম কুমার চাকমা ও চট্টগ্রাম থেকে শামসুল ইসলাম চৌধুরীও রয়েছেন।

উল্লেখ্য আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর নির্বাচন অনুষ্ঠিত হবে। (সূত্র-বাফুফে)

বহুল আলোচিত ফুটবল ফেডারেশন এর নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করবেন বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল ও রুহুল আমিন তরফদার।

শেয়ার করুন