বান্দরবান সদর হাসপাতালে বিশেষ সুবিধা পাবেন নারীরা

বান্দরবান সদর হাসপাতালে নারীবান্ধব হাসপাতাল কর্মসূচির অডিও বার্তা ব্যবস্থার উদ্বোধন করছেন সিভিল সার্জন ডা. অং সুই প্রু

নারীদের জন্য থাকছে আলাদা টয়লেট, বিশুদ্ধ পানি, শিশুদের বুকের দুধ খাওয়ানোর জন্যে আছে আলাদা জায়গা। এরকম আরো সুযোগ সুবিধা নিয়ে নারীবান্ধব হাসপাতাল কর্মসূচি চালু হয়েছে বান্দরবান সদর হাসপাতালে। ইতোমধ্যে এই কর্মসূচির আওতায় ৪ জন আয়া ও ৪ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেয়া হয়েছে।

ইউনিসেফ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব পালন করছে উন্নয়ন সংস্থা ‘নারীপক্ষ’। নারীপক্ষের সহযোগী সংগঠন হিসেবে বান্দরবানে অনন্যা কল্যাণ সংগঠন এর সার্বিক তত্ত্বাবধানের কাজ করে যাচ্ছে।

রোগীদেরকে নারীবান্ধব হাসপাতাল কর্মসূচির সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করছেন অনন্যা কল্যাণ সংগঠনের নির্বাহী পরিচালক ডনাইপ্রু নেলী।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু জানান, নারীবান্ধব হাসপাতাল কর্মসূচি এলাকার সর্বস্তরের জনগণকে নিয়ে গঠিত একটি কমিটি। এখানে পৌরসভার প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ সবাই রয়েছেন। ইউনিসেফ এ ব্যাপারে যথেষ্ট আন্তরিক। এখন স্থানীয় স্টেকহোল্ডার কমিটি নিজেদের সমস্যা নিজেরাই চিহ্নিত করে সিদ্ধান্ত নেবে কোন কাজটা আগে করা দরকার, কোনটা পরে। শীঘ্রেই এই কর্মসূচির আওতায় নারী পুরুষ আলাদা কাউন্টার, ঝুঁকিপূর্ণ বর্জ্য নিষ্কাশনের বিশেষ ব্যবস্থাসহ নানান উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।

অনন্যা কল্যাণ সংগঠনের নির্বাহী পরিচালক ডনাইপ্রু নেলী জানান, এই কর্মসূচির আওতায় হাসপাতালের গাইনী ওয়ার্ডে সংযোজন করা হয়েছে আইপিএস (তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা)। রোগীদের সচেতনতার জন্যে প্রত্যেক ওয়ার্ডে সাউন্ড সিস্টেম স্থাপনের মাধ্যমে বার্তা পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। রোগীদের অপেক্ষা করার স্থানে সংযোজিত হয়েছে নতুন টেলিভিশন। আগামীতে নারীদের জন্যে আরো অনেকগুলো সুযোগ-সুবিধা যোগ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ডনাইপ্রু নেলী।

 

শেয়ার করুন