নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: বান্দরবান সদর উপজেলায় দুই করোনা রোগী সনাক্ত হয়েছে। এদের একজন শহরের একমাত্র পোষাক কারখানা লুম্বিনীর পোশাক শ্রমিক। তার বাড়ি কক্সবাজারের ঈদগড়ে। তিনি বান্দরবান শহরের জেলা পরিষদ সংলগ্ন কাসেম ড্রাইভারের ভাড়াটিয়া। অন্যজন বালাঘাটার এক ক্ষুদ্র ব্যবসায়ী। তার বাসা বেতার কেন্দ্রের পাশে। তিনি প্রতি রবিবার বান্দরবান বাজারে মাস্ক বিক্রি করতেন। তার বাড়ি পটিয়া।
আজ বিকেলে এই দুই ব্যক্তির করোনা পরীক্ষার ফল স্বাস্থ্য বিভাগের কাছে আসে।
সিভিল সার্জন ডা. অংসুই প্রু বিষয়টি খোলা চোখ ডটকমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৮ মে এই দুই ব্যক্তি অসুস্থবোধ করলে তাদের নমুনা নেয়া হয়েছিলো। পজেটিভ হওয়া ব্যক্তিদের মধ্যে লুম্বিনীর শ্রমিক ও তার সংস্পর্শ আসা একজনসহ দুইজনকে রাতে সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে বালাঘাটার ব্যবসায়ী পটিয়ায় অবস্থান করায় তাকে পাওয়া যায়নি। তার ব্যাপারে পটিয়া ইউএনও কে বলা হয়েছে।
এদিকে বান্দরবান সদরে করোনা পজেটিভ সনাক্ত হওয়ার খবরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
এ নিয়ে বান্দরবান জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ জনে। এর মধ্যে ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বাকিরা হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন।