বান্দরবান ভ্রমণে একজন পর্যটকের সবচেয়ে বেশি টাকা খরচ হয় যাতায়াতে। শহরে পৌঁছার পর একেকটি পর্যটন স্পটে যাওয়া আসা করতেই তাদের বাজেটের বেশিরভাগ অর্থ শেষ হয়ে যায়। এলাকার যাতায়াত খরচ সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের পরিষ্কার ধারনা রয়েছে। এ কারণে সম্প্রতি বান্দরবানের সর্ববৃহৎ অনলাইন কমিউনিটি ‘বান্দরবানবাসী’ ফেইসবুক গ্রুপে স্থানীয়দের মতামত চেয়ে একটি জরিপ চালানো হয়েছিলো।
প্রশ্ন রাখা হয়েছিলো- ‘বান্দরবানের ভেতর বেড়াতে একজন পর্যটকের সবচেয়ে বেশি টাকা খরচ হয় কোন খাতে?’

জরিপে অংশগ্রহণকারী ২,৫৪৯ জন নাগরিকের মধ্যে ৫০.৩ শতাংশ (১,২৮১ জন) মনে করেন বান্দরবানে একজন পর্যটকের সবচেয়ে বেশি খরচ হয় যাতায়াতে। খরচের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বিভিন্ন পর্যটন স্পটের এন্ট্রি ফি। ১৯.১ শতাংশ (৪৮৬ জন) মনে করেন পর্যটন স্পটের এন্ট্রি ফি এখানে দ্বিতীয় খাত। ১৭.৩ শতাংশ (৪৪১ জন) ভোটে তৃতীয় অবস্থানে রয়েছে হোটেল-রিসোর্টের ভাড়া।
জরিপে অংশগ্রহণকারী ৬% নাগরিক মনে করেন, খাবার খেতে বেশি খরচ হয়, ২.৭% মনে করেন স্থানীয় জিনিসপত্র কেনা এবং পার্কিং চার্জে খরচ বেশি এবং ২% মনে করেন টুরিস্ট গাইডের ফি বাবদ বেশি খরচ হয়। জরিপটিতে মোট ৭টি খাতে মাল্টিপল সিলেকশন পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। ১৯ নভেম্বর ২০২৪ থেকে ৩ এপ্রিল ২০২৫ পর্যন্ত প্রদত্ত মতামতের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
জরিপের লিংক: https://www.facebook.com/share/p/14gaQMCHWk/