বান্দরবান বাজার ফান্ডে ৯৯ বছরের লীজসহ ছয়দফা দাবিতে স্থানীয়দের স্মারকলিপি

বান্দরবান বাজার ফান্ডের জমি সংক্রান্ত ৬ দফা দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিচ্ছেন স্থানীয়রা।

বান্দরবানের বাজার ফান্ডের তৌজিভুক্ত জমি নিয়ে ছয়দফা দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় প্রতিনিধিরা। স্মারকলিপিতে দাবি করা হয়েছে, পার্বত্য চট্টগ্রাম শাসনবিধির ১৫০ বছরের ঐতিহ্য অনুযায়ী জমি বন্ধক রেখে ঋণ নেওয়ার প্রথা চলমান থাকলেও, হঠাৎ করে এই প্রক্রিয়া বন্ধ করে দেওয়া অমানবিক ও মানবাধিকার লঙ্ঘনের শামিল।

৩১ জুলাই জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক। এ সময় স্মারকলিপি দাতাদের পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পাড়ার বাসিন্দা মুজিবুর রশিদ, মেম্বার পাড়ার বাসিন্দা আবিদুর রহমান, বনরূপা পাড়ার শাহাদাত হোসেন জনি, আর্মি পাড়ার সেলিম রেজা, চেয়ারম্যান পাড়ার দৌলতুল কবির খান সিদ্দিকী প্রমূখ।

তাঁরা বলেন, বাজার ফান্ডের জটিলতা পিছিয়ে পড়া বান্দরবানবাসীর অর্থনৈতিক অগ্রগতিকে ব্যাহত করছে এবং এটি সরকারের এসডিজি বাস্তবায়নের পথে একটি ষড়যন্ত্রমূলক বাধা।

স্মারকলিপিতে যেসব দাবিগুলো তুলে ধরা হয়, তার মধ্যে রয়েছে:
১. বাজার ফান্ডের জমির লীজ ১০ বছরের পরিবর্তে ৯৯ বছর করা,
২. ব্যাংক ঋণ প্রাপ্তিতে প্রতিবন্ধকতা দূর করা,
৩. বহুতল ভবন নির্মাণে অনুমতি প্রদান,
৪. জমি ক্রয়-বিক্রয় ও হস্তান্তর প্রক্রিয়া সহজ করা,
৫. কর ও খাজনা যৌক্তিক পর্যায়ে নির্ধারণ,
৬. বাজার ফান্ডের আওতা সম্প্রসারণ।

স্মারকলিপিতে দ্রুত এই দাবিগুলোর বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন