বান্দরবান বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান; নড়ে-চড়ে বসেছে মুদি ব্যবসায়ী সমিতি

বান্দরবান বাজারে ভেজাল প্রতিরোধে মোবাইল কোর্টের অভিযানের পর করনীয় র্নির্ধারণ করতে সভা করেন মুদি দোকান মালিক সমিতির নেতারা। ছবি- খোলা চোখ ডটকম।

বান্দরবান বাজারে ভেজাল পণ্যের বিরুদ্ধে একের পর এক ভ্রাম্যমান আদালতের অভিযানের পর এবার নড়ে-চড়ে বসেছে বান্দরবান মুদি দোকান মালিক সমিতি।

বাজারের সবগুলো মুদি দোকান থেকে দ্রুত ভেজাল এবং নিম্নমাণের পণ্য তুলে নেয়াসহ আগামিতে বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে বান্দরবানের নিত্যপণ্য বেচা-কেনার মালিকদের সংগঠনটি।

সকালে সংগঠনের কার্যালয়ে নির্বাহী কমিটির এক জরুরী বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে সমিতির সভাপতি আজিজুল হক খোলা চোখ ডটকমকে বলেন, ব্যবসায়ীদের অনেক ভুল-ভ্রান্তি রয়েছে। সকল মুদি ব্যবসায়ীদের ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি বন্ধ করা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নতুন করে উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে প্রত্যেক দোকান মালিককে নোটিশ দিয়ে সতর্ক করার উদ্যোগ নেয়া হচ্ছে।

সংগঠনের সাধারণ সম্পাদক বিমল কান্তি দাশ বলেন, আমরা সবকিছু আবার নতুন করে শুরু করতে চাই। বাজার ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে প্রশাসনের সাথে কাজ করে যাবো। এখন থেকে সমিতির উদ্যোগে নিয়মিত দোকাগুলো পরিদর্শণ করা হবে যাতে নিম্নমানের পণ্য বিক্রি বন্ধ হয়। নিয়ম ভংগ করলে তাদের শাস্তির আওতায় আনা হবে।

নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনাকে স্বাগত জানিয়ে বিমল দাশ বলেন, ব্যবসায়ীদের সতর্ক করতে মোবাইল কোর্টের বিকল্প নেই।

বান্দরবান বাজারের এক ব্যবসায়ীর দোকানে ভেজাল তেল ও ওজনে কম দেয়ার বিষয়টি তিনি অনাকাংখিত বলে উল্লেখ করেন।

এর আগে গত শুক্রবার মিনার ও এস. আমানত ব্রান্ডের তেলের বোতলে ওজন কম থাকায় দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী র্কমর্কতা হাবিবুল হাসান।

শেয়ার করুন