ছুটিতে গিয়ে ইয়াবা পাচারের ঘটনায় আটক হয়েছেন বান্দরবান পুলিশের এক এসআই। তার নাম আতিকুল ইসলাম।
সোমবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোড থেকে এসআই আতিকুলসহ দু’জনকে ইয়াবা পাচারের অভিযোগে আটক করা হয়।
ডিএমপি মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারি কমিশনার মোঃ রওশানুল হক সৈকত জানান, গোপনে তথ্য পেয়ে একটি পিকআপ আটক করা হয়। গাড়িটির সিট ও দু’জনের দেহ তল্লাশি করে ১১ হাজার ৬শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের কাছে নগদ ৫ লাখ ২৫ টাকা পাওয়া যায়।
গ্রেফতারের পর জানা যায়, আতিকুল (৪৬) পুলিশের এসআই। তিনি বান্দরবান কোর্টে কর্মরত। অপরজন রেজাউর (৪২) তার সহকারি। আতিকুল ২৩ মার্চ ছুটিতে গিয়ে এসব অপকর্মে জড়িত হয়ে পড়েছে বলে জানান সিনিয়র সহকারি কমিশনার।
বান্দরবানের পুলিশ সুপার জেরিন আক্তার জানান, ২৩ মার্চ থেকে আতিকুল ক্যাজুয়াল লিভে যায়। ছুটির মেয়াদ শেষ হলেও সে ‘ওভারস্টে’ করছে। এখন আইন অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ইয়াবাগুলো কক্সবাজার থেকে ঢাকায় আনা হয়েছিলো বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।