বান্দরবান থেকে ৪ জন কিনলেন আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র

আলাউদ্দিন শাহরিয়ার ।। বান্দরবানের ৩০০নং সংসদীয় আসনে প্রার্থী হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ৪ জন। ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে কার্যালয় সূত্রে জানা গেছে।

মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন- বর্তমান সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং, জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা, বহিষ্কৃত সাধারণ সম্পাদক কাজী মজিবর রহমান এবং আওয়ামী লীগ নেতা থুইনুমং মারমা।

মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন দলীয় মনোনয়নপ্রত্যাশী কাজী মজিবর রহমান, প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা এবং থুইনু মং মারমা।

শুক্রবার রাতে দলটির বান্দরবান জেলা কার্যালয়ে এক সভায় বান্দরবানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লাকে সভাপতি এবং পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম বেবীকে সদস্য সচিব করে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর বলেন, ‘বান্দরবান আসনে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার-প্রচারণার কাজ শুরু হয়ে গেছে। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক বীর বাহাদুর উশৈসিং আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। অন্যরা যারা নিয়েছেন, তারা আসলে আওয়ামী লীগের কেউই নয়। ব্যক্তি উদ্যোগেই দলীয় ফরম সংগ্রহ করেছেন। ষষ্ঠবারের মতো নৌকা প্রতীকে বীর বাহাদুরকে জয়ী করতে মাঠে নেমেছেন জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অন্যদের নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।’

শেয়ার করুন