বান্দরবান জেলা যুবলীগ নেতা মোহাম্মদ হোসেনের আহবায়কের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের পর এবার আহবায়কের দায়িত্ব পেয়েছেন যুব নেতা কেলু মং। বৃহস্পতিবার রাতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা যুবলীগের এক জরুরী সভা ডেকে তাকে এ দায়িত্ব দেয়া হয়।
সভায় উপস্থিত একাধিক যুবলীগের নেতা জানান, পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর অনেক আগে থেকেই মোহাম্মদ হোসেনের কর্মকান্ডে অসন্তুুষ্ট ছিলেন। এক র্পযায়ে তিনি বর্তমান কমিটি ভেঙে দেয়ার নির্দেশ দিলে হোসেন পদত্যাগে বাধ্য হন।
এদিকে নতুন আহবায়ক কেলু মং ও যুগ্ন আহবায়ক ওমর ফারুককে তিন মাসের মধ্যে সম্মেলণের যাবতীয় প্রস্তুতি গ্রহনেরও নির্দেশ দেয়া হয়।
সভায় যুবলীগের সম্মেলণ প্রস্তুতি কমিটির আহবায়ক মোজাম্মেল হক বাহাদুর সহ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।