বান্দরবান জেলা যুবলীগের আহবায়কের পদত্যাগ নেপথ্যে কী!

বান্দরবান জেলা যুব লীগের আহবায়কের পদ থেকে পদত্যাগ করেছেন যুব নেতা মোহাম্মদ হোসেন। নিজের পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে তিনি আজ কেন্দ্রীয় চেয়ারম্যানের বরাবর আবেদন করেছেন।

আবেদনে তিনি দল গুছাতে নিজের ব্যর্থতার কথা স্বীকার করে বলেন, “ দীর্ঘ ছয় বছর সময় পেয়েও নানা জটিলতার কারণে আমি দল গোছাতে পারিনি, যার দায়ভার সম্পূর্ণ আমার। আমি তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। ’’

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দল গোছাতে ব্যর্থ হয়েছেন মোহাম্মদ হোসেন। দলীয় পদ নিয়ে অবহেলাসহ নানা ধরনের অভিযোগও আছে তার বিরুদ্ধে। সব কিছু মিলিয়ে মন্ত্রী বীর বাহাদুর তার ওপর সন্তুষ্ট নন। এসব কারণে মূলত পার্বত্য মন্ত্রীর নির্দেশে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলেও গুঞ্জন আছে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক লক্ষী পদ দাশ বলেন, আহবায়ক কমিটি নিয়ে কার্যক্রম তেমন ভালো চলছিলো না। তাছাড়া কিছুদিনের মধ্যেই যুবলীগের সম্মেলন হওয়ার কথা। সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে তিনি হয়তো পদত্যাগের আবেদন করেছেন। তবে আমার কাছে এখনো লিখিত কিছু আসেনি।

বিগত ২০১২ সাল থেকে আহবায়ক হিসেবে জেলা যুব লীগের দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ হোসেন।

শেয়ার করুন