বান্দরবানের আলীকদমের দুর্গম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী ৫৮ মিয়ানমার নাগরিকের মধ্যে ৫৩ জনকে পুশব্যাক করা হয়েছে। এই অনুপ্রবেশে সহযোগিতার দায়ে আটক ৫ মানব পাচারকারীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
রবিবার, ১২ জানুয়ারি ভোরে মিয়ানমারে তাদের পুশব্যাক করা হয়।
কারাগারে পাঠানো পাচারকারীরা হলেন: আরিফুল ইসলাম (২৫), জালাল উদ্দিন (২৭), নজরুল ইসলাম (৪০), আবু হুজাইফা (৩১) ও মোরশেদ আলম (৫৭)। তারা সবাই আলীকদম উপজেলার বাসিন্দা।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিডং সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করা ৫৩ জনকে পুশব্যাক করা হয়। তাদের বাংলাদেশে প্রবেশে সহযোগিতা করায় আটক পাচারকারীদের বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিকুল ইসলামের আদালতে হাজির করা হলে তাদের জেল হাজতে পাঠানো হয়।
আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দীন জানান, রোহিঙ্গা অনুপ্রবেশের মামলায় পাচারকারীদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়েছে।
উল্লেখ্য, মিয়ানমারে সংঘর্ষের কারণে ১১ জানুয়ারি ভোরে আলীকদমের বুচিডং সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করা ৫৮ জন মিয়ানমার নাগরিকসহ পাচারকারীদের আটক করে বিজিবি সদস্যরা আলীকদম থানায় সোপর্দ করেন। ঘটনাস্থল থেকে একটি ট্রাক, একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।