প্রচ্ছদ জেলার খবর বান্দরবানে ৫শ’ পিস ইয়াবাসহ এক নারী আটক

বান্দরবানে ৫শ’ পিস ইয়াবাসহ এক নারী আটক

বান্দরবানে ৫শ’ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল। বুধবার সন্ধ্যা সাতটার দিকে বান্দরবান বাজারের নিউ বনফুল কনফেকশনারী থেকে ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এ.এইচ.এম. তৌহিদ কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুর নাহার (৪৫) নামক ওই নারীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন এলাকা থেকে নেশাজাতীয় ট্যাবলেট সংগ্রহ করে বিভিন্ন জায়গায় বিক্রি করেন বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আটককৃত ট্যাবলেটগুলোর দাম প্রায় দেড় লাখ টাকা বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশের সূত্র।

শেয়ার করুন