পর্যটন বান্ধব থানা হবে থানচিতে
বান্দরবানে ৪৮ কোটি টাকা ব্যয়ে পুলিশ বিভাগের অবকাঠামো নির্মাণ করছে গণপূর্ত বিভাগ

থানচি থানার থ্রি ডি ছবি।

আমিনুল ইসলাম বাচ্চু, বিশেষ প্রতিবেদক।।বান্দরবানে ৪৮ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে পুলিশ বিভাগের বেশ কয়েকটি অবকাঠামো নির্মাণ করছে গণপূর্ত বিভাগ। পাহাড়ে পুলিশ বিভাগের কাজে গতি আনতে এসব উদ্যোগ নিয়েছে সরকার।


বান্দরবান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আ.ন.ম মাজহারুল ইসলাম জানান, জেলা শহরে পুলিশ অফিসার্স মেস নির্মাণে ৩ কোটি ৭৪ লক্ষ টাকা,নারী পুলিশ ব্যারাক নির্মাণে ৩ কোটি ৬৩ লক্ষ টাকা,পুলিশ লাইন্সে ফায়ারিং বাট নির্মাণে ১ কোটি ৮৮ লক্ষ টাকা, সদর মডেল থানা নির্মাণে ৬ কোটি ৬৪ লক্ষ টাকা,রুমা থানা ভবন নির্মাণে ৩ কোটি ৭৩ লক্ষ টাকা,ঘুনধুম তদন্ত কেন্দ্র নির্মাণে ২ কোটি ২ লক্ষ টাকা,থানছি থানা ভবন নির্মাণে ৮ কোটি ৬৮ লক্ষ টাকা,লামা থানা ভবন নির্মাণে ৭ কোটি ৬২ লক্ষ টাকা,আলীকদম থানা ভবন নির্মাণে ৩ কোটি ১২ লক্ষ টাকা এবং রোয়াংছড়ি থানা ভবন নির্মাণে ৩ কোটি ২ লক্ষ টাকা,বাইশারী পুলিশ ফাঁড়ি নির্মাণে ২ কোটি টাকা, এবং সোনাইছড়ি পুলিশ ফাঁড়ি নির্মাণে ১ কোটি ৯১ লক্ষ টাকা ব্যয় হচ্ছে।

নারী ব্যারাকের থ্রি ডি ছবি।

গৃহীত প্রকল্পের মধ্যে আলীকদম,রোয়াংছড়ি ও ঘুনধুম তদন্ত কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হয়েছে।

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আরো জানান, সম্প্রতি সরাষ্ট্র মন্ত্রী ও পুলিশের আইজিপি’র বান্দরবান সফরের সময় থানচি থানাকে মডেল ও পর্যটন বান্ধব থানা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা হয়। সে অনুযায়ী থানচি থানাকে পর্যটন বান্ধব থানা হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।  নির্মাণশৈলীতে পাহাড়ের সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হবে। ফলে এই থানাটি হবে অত্যন্ত নান্দনিক ও দৃষ্টিনন্দন।

উল্লেখ্য, বান্দরবান শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দুরে থানছি উপজেলাটি একটি নৈসর্গিক ভূমি। প্রধানমন্ত্রী ২০১২ সালে বান্দরবান সফরকালে সাঙ্গু নদীর উপর নির্মিত থানছি সেতুর উদ্বোধন করেন। এর ফলে পর্যটনের দিক থেকে থানছি উপজেলার নতুন দিগন্তের সূচনা হয়। থানছি হয়ে পর্যটকরা তিন্দু,নাফাখুম,রেমাক্রি,বড় মদক,আন্ধার মানিকসহ বিভিন্ন পর্যটন এলাকায় ভ্রমণ করছেন। থানছি উপজেলাটি শান্ত এবং জীব বৈচিত্রে ভরপুর একটি প্রাকৃতিক স্বর্গভূমি।

শেয়ার করুন