দীর্ঘ প্রতীক্ষার পর বান্দরবানের নবীণ-প্রবীণ শিল্পীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পীদের মিলন মেলা – “শিল্পের সৌরভে গৌরবে”। প্রবীন ও নবীন পেশাদার অপেশাদার সকল শিল্পীদের অংশগ্রহনে অনুষ্ঠিতব্য এই মিলনমেলার যাবতীয় প্রস্তুতিও এগিয়ে চলছে। ক্ষুদ্র নৃ গোষ্ঠির সাংস্কৃতিক ইনষ্টিটিউটে অনুষ্ঠিত হবে এই জমকালো অনুষ্ঠানটি। বান্দরবান শহরের কিছু সাংস্কৃতিক কর্মী এই অনুষ্ঠানটির আয়োজক।
অনুষ্ঠানটি সফল করতে ক্ষুদ্র নৃ গোষ্ঠির সাংস্কৃতিক ইনষ্টিটিউটের সাংস্কৃতিক কর্মকর্তা চথুইপ্র মারমাকে আহবায়ক ও রাজেশ দাশকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও বিভিন্ন দফতরের প্রধানসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে এই অনুষ্ঠান উপভোগ করার কথা রয়েছে।
বিভিন্ন জাতিসত্তার শিল্পীরা নেচে গেয়ে অনুষ্ঠান মাতাবেন। একই সাথে জেলার প্রবীন ও নবীন শিল্পীদেরও দেখা যাবে নতুন করে। এদিন কয়েকজন গুনী ব্যক্তিত্বকেও সম্মাননা দেয়া হবে বলে জানায় আয়োজকরা।
অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব রাজেশ দাশ বলেন, অনুষ্ঠান সফল করতে সব ধরনের প্রস্তুতি এগিয়ে চলছে। দুএকদিন পরেই শিল্পীদের মহড়া শুরু হয়ে যাবে। এ ধরনের অনুষ্ঠান জেলার সাংস্কৃতিক ব্যক্তিদের মধ্যে ঐক্য ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। প্রতিবছর একবার করে এ ই অনুষ্ঠান আয়োজন করার ইচ্ছে রয়েছে বলেও জানান সদস্য সচিব রাজেশ দাশ।