বান্দরবানে র্যাবের হাতে আটক হওয়া জামায়াতুল আনসার নামক জঙ্গি সংগঠনের ১৬ জন সদস্য এবং পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর ৩ সদস্য, মোট ১৯ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সন্ত্রাসবিরোধী আইনে ১৯ জনের রিমান্ড আবেদন করে পুলিশ। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা সুরাইয়া আক্তার তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইমদাদুল হক বলেন, ৭ ফেব্রুয়ারি উপজেলার থানচি-লিক্রি সড়কের ২৭ কিলোমিটার এলাকার রেমাক্রি ব্রিজের কাছ থেকে র্যাবের অভিযানে জামায়াতুল আনসারের ১৭ জন এবং কেএনএফ এর ৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১ জন অসুস্থ থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি।
বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে এ পর্যন্ত ৫৫ জঙ্গি ও ১৭ জন কেএনএফ সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।