বান্দরবানে ১০৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫৯ তরুন তরুনী

মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তথ্য উপস্থাপণ করছেন জেলা পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার। ছবি- খোলা চোখ ডটকম।

বান্দরবানে কোন প্রকার অনিয়ম, তদবির ও ঘুষ ছাড়াই পুলিশের টি.আর.সি (ট্রেইনি রিক্রুট কনষ্টেবল) কনষ্টেবল পদে নিয়োগ পেয়েছেন ৫৯ তরুন তরুনী।

এদের মধ্যে ৫০ জন পুরুষ এবং ৯ জন মহিলা। ক্ষুদ্র নৃ গোষ্ঠির কোটায় নিয়োগ পেয়েছেন ২০ জন এবং মুক্তিযোদ্ধা কোটায় ৪ জন।
একশত টাকার ব্যাংক ড্রাফট ও মাত্র তিন টাকার ফরম কিনে তাঁরা স্ব-স্ব যোগ্যতাবলে বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন।

গত ২৪ জুন ২ শত ৪০ জন তরুন তরুনী ঘোষিত কনষ্টেবল পদে আবেদন করেছিলেন। এদের মধ্য থেকেই যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হন এই তরুন তরুনীরা।

আজ (বুধবার) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী হোসেন, রুমা সার্কেলের এএসপি মো. রেজওয়ানুল ইসলাম, বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার বলেন, নিয়োগ প্রাপ্তদের মধ্যে অধিকাংশই দরিদ্র পরিবারের সন্তান। জুম চাষ, খেত খামার, অটোচালক দিনমজুরের সন্তানও রয়েছেন। আশা করছি নবীন এসব সদস্য চাকুরী জীবনে নিজেদেও দক্ষতা ও সততা দিয়ে বাংলাদেশ পুলিশের মান উজ্জ্বল করতে সক্ষম হবেন।

কোন আর্থিক লেনদেন ছাড়া পুলিশ বাহিনীতে নিয়োগ পেয়ে অভিবাবকদের সাথে উচ্ছ¡সিত এবং আবেগ আপ্লুত নিয়োগপ্রাপ্ত নবীন সদস্যরাও।

শেয়ার করুন