বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে দুস্থ ও কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষকে বিনামূল্যে ঈদের খাদ্যসামগ্রী দিচ্ছে সেনাবাহিনী। এজন্যে বান্দরবান স্টেডিয়ামে চালু করা হয়েছে ‘এক মিনিটের ঈদ বাজার’।
২২ মে শুক্রবার সকালে বান্দরবানের সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোঃ শাহিদুল এমরান এর ব্যবস্থাপনায় এ বাজারের কার্যক্রম শুরুর সময় উপস্থিত ছিলেন জোন কমান্ডার লে: কর্ণেল আখতার উস সামাদ রাফি।
এ সময় জি-২ (আই) মেজর মোহাম্মদ ইফতেখার হোসেনসহ অন্যান্য সেনা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এ বাজার থেকে তালিকা অনুযায়ী টোকেনের মাধ্যমে ২৫০ জন দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিকে এক মিনিটের মধ্যে আটা, চাল, পেঁয়াজ, লুঙ্গি ও শাড়ীসহ ১১ প্রকারের পণ্য দেয়া হয়।
ত্রাণ পেয়ে খুশি দরিদ্র ও কর্মহীন মানুষেরা বলেন, আজ ঈদের আগের মূহুর্তে সেনাবাহিনী এক মিনিটের ঈদ বাজারের মাধ্যমে আমাদের চাল, ডাল, তেল, লবন, সেমাই, নুডুলস, শাড়ী ও লুঙ্গিসহ নানা রকমের পণ্য সামগ্রী দিয়েছে। এতে করে আমরা এই অভাবের সময়ে ভালোভাবে ঈদ করতে পারবো। এজন্য আমরা খুব খুশি। এ সময় সেনাবাহিনীকে এ ধরণের আয়োজন করার জন্য ধন্যবাদ জানান তারা।
সেনাবাহিনীর বান্দরবান জোনের কমান্ডার লে. কর্ণেল আখতার উস সামাদ রাফি বলেন, সকল সম্প্রদায়ের সাথে আনন্দ ভাগ করে নেয়ার নিমিত্তেই এ ধরণের একটি ব্যাতিক্রমী আয়োজন করেছি।