বান্দরবানে সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম

বান্দরবানে সেনা রিজিয়নের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকালে সেভেন ফিল্ড অ্যাম্বুলেন্স প্রশিক্ষণ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন বান্দরবান সেনা রিজিয়নের জিটুআই মেজর পারভেজ রহমান। এসময় সেনাবাহিনীর অন্যান্য সদস্যদের মধ্যে জিথ্রিআই ক্যাপ্টেন ইশতিয়াক মোহাম্মদ ইরফান আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।

উদ্যোগের অংশ হিসেবে মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য সামগ্রী হিসেবে চাল, তেল, ডাল, আলু, পেঁয়াজ বিতরণ করা হয়। এছাড়া মসজিদের ইমামের জন্য একটি বাইসাইকেল, মাদ্রাসার জন্য একটি আলমারি, ঘর নির্মাণের জন্য ১০ বান ঢেউটিন এবং চারটি সেলাই মেশিন প্রদান করা হয়। হিন্দু সম্প্রদায়ের বাসন্তী পূজা উদযাপনের জন্য দেওয়া হয় নগদ বিশ হাজার টাকা অনুদান।

মানবিক সহায়তা কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে মেজর পারভেজ রহমান বলেন, “বান্দরবান প্রাকৃতিক সৌন্দর্য, জনবৈচিত্র্য ও সংস্কৃতির এক অপূর্ব মিলনস্থল। এখানে বিভিন্ন জাতি, বর্ণ ও ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে বসবাস করছে। সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন শাখা দীর্ঘ পাঁচ দশক ধরে এই সম্প্রীতি ও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”

শেয়ার করুন