বান্দরবানে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা- ক্ষমা চাওয়ার দাবি

সারজিস আলম, ছবি: ফেইসবুক থেকে সংগৃহীত

বান্দরবানসহ সমগ্র পার্বত্য চট্টগ্রামকে “শাস্তির স্থান” হিসেবে উপস্থাপন করাকে গভীর অবমাননা ও অপমান হিসেবে দেখছে ’বান্দরবান ছাত্র সমাজ’ নামে একটি সংগঠন। এনসিপি নেতা সারজিস আলম তার এ ধরনের মন্তব্যের জন্য অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা না চাইলে বান্দরবানে এনসিপির কার্যক্রম অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।

রোববার (২০ জুলাই) দুপুরে বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানান ’বান্দরবান ছাত্র সমাজের’ নেতারা।

তারা জানান, ৩ জুলাই পঞ্চগড়ের “জুলাই পদযাত্রা” উপলক্ষে দেয়া এক বক্তব্যে এনসিপি নেতা সারজিস বান্দরবানকে “চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি হিসেবে বদলির জায়গা” বলে উল্লেখ করেন। ছাত্র নেতারা মনে করেন, এটি শুধু একটি জেলার সম্মান ক্ষুণ্ন করা নয়, বরং সমগ্র পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠী, তাদের ইতিহাস, সংস্কৃতি ও আত্মমর্যাদার ওপর সরাসরি আঘাত।

শেয়ার করুন