৩৫০ জন অংশগ্রহণকারীর মধ্যে প্রাথমিক বিজয়ী ৪১ জন
বান্দরবানে সাইবার নিরাপত্তা এবং দায়িত্বশীল ডিজিটাল আচরণ- বিষয়ক এওয়ার্ড জিতলেন যারা

বান্দরবানবাসী গ্রুপ স্মার্ট নেটিজেন কুইজে পুরস্কারপ্রাপ্তদের এওয়ার্ড প্রদান অনুষ্ঠান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কী করা যাবে, কী করা যাবে না? অনলাইনে হয়রানির শিকার হলে কী করতে হয়? একটি অনলাইন সামাজিক প্ল্যাটফর্মে পরষ্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে কীভাবে তথ্য বিনিময় করতে হয়। নাগরিক সাংবাদিকতার প্ল্যাটফর্ম হিসেবে ফেইসবুক গ্রুপের ব্যবহার। ফেইসবুকে সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে কীভাবে মতবিনিময় করা যায়- এসব বিষয়ে নাগরিক সচেতনতা তৈরিতে আয়োজন করা হয়েছিলো স্মার্ট নেটিজেন কুইজ

১৭ জুলাই ২০২৫, বান্দরবানের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ’বান্দরবানবাসী’ ফেইসবুক গ্রুপের ১০ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত এ কুইজে অংশ নেন ৩৫০ জন প্রতিযোগী। ২০টি বিষয়ে সচেতনতামূলক প্রশ্নের সবগুলো সঠিক উত্তর দিয়ে প্রাথমিকভাবে বিজয়ী হন ৪১ জন স্মার্ট নেটিজেন। এর মধ্য থেকে ১০ জনকে লটারির মাধ্যমে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়। 

১ আগস্ট সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করেন গ্রুপের প্রতিষ্ঠাতা ও এডমিন ফরিদুল আলম সুমন। সাথে ছিলেন গ্রুপের সিনিয়র মডারেটর মঈনুদ্দিন রাজু। পুরস্কারপ্রাপ্তদের প্রতিনিধি ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিকর্মী বীণাপানি চক্রবর্তী ও ভ্লগার এস.বিকাশ চাকমা।

সাইবার নিরাপত্তা এবং দায়িত্বশীল ডিজিটাল আচরণ বিষয়ে এওয়ার্ডপ্রাপ্তরা হলেন: মো. স্বাধীন আহমেদ, হ্লা মো সাং মারমা, মেশকাত সাদেক, মনোয়ার হোসেন ইফাজ, বর্ষা ভৌমিক, দয়িতা ভট্টাচার্য্য, মো. সাজিদ হোসাইন, মো. মাসুদ রহমান, মো. শিপন ইসলাম ইমন ও মো. আবদুন নুর।

অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা বিভিন্ন সময়ে গ্রুপ থেকে উপকৃত হবার অভিজ্ঞতা তুলে ধরেন। ভবিষ্যতে বান্দরবানের সামাজিক উন্নয়নে আরো বেশ কিছু সুপারিশও তুলে ধরেন কেউ কেউ। 

সাইবার নিরাপত্তা এবং দাযিত্বশীল ডিজিটাল আচরণ বিষয়ক কুইজে বিজয়ীদের প্রাপ্ত সনদপত্রের একটি

প্রসঙ্গত, ২০১৬ সালের ১৭ জুলাই ‘বান্দরবান পৌরবাসী’ নামে এ ফেইসবুক গ্রুপটি প্রতিষ্ঠা করেন স্থানীয় মিডিয়াকর্মী ফরিদুল আলম সুমন। এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা, সম্ভাবনা এবং তথ্যবিনিময়ের উদ্দেশ্যে খোলা এ গ্রুপটি পরবর্তীতে ‘বান্দরবানবাসী’ নামকরণ হয়। এ গ্রুপের মাধ্যমে হারানো জিনিসের সন্ধান, জরুরি প্রয়োজনে রক্তদাতার সন্ধান, নতুন-পুরাতন জিনিস বিক্রি ও বিনিময়, নাগরিক সাংবাদিকতা, এলাকার যে কোনো জরুরি ঘোষণা প্রচার, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের বিজ্ঞপ্তি প্রচার, নাগরিকদের মধ্যে তথ্যবিনিময়, প্রান্তিক কৃষক ও খামারীদের ফসল ও গৃহপালিত পশু ক্রয়-বিক্রয়, জমিজমা বিক্রিতে মধ্যস্বত্ত্বভোগী এড়িয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন, বাসা ভাড়া দেওয়া-নেওয়া, স্থানীয় উদ্যোক্তাদের প্রতিষ্ঠান ও পণ্যের প্রচার, বিভিন্ন ব্যাংকের সেবার প্রচারণা, এলাকাভিত্তিক সংবাদ শেয়ারসহ অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ করা হয়।

বর্তমানে গ্রুপটিতে প্রায় ১ লাখ ৩৬ হাজার সদস্য রয়েছেন। মডারেটর হিসেবে আছেন মঈনুদ্দিন রাজু, মহিউদ্দিন মানিক, ভার্তিক বম, শেখর পাল, হ্লামেপ্রু মারমা ও তেরেজা স্বর্ণা দেউরী। গ্রুপটি বর্তমানে বান্দরবান জেলাবাসীর ‘ওয়ান স্টপ সলিউশনে’ পরিণত হয়েছে। 

শেয়ার করুন