জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে
বান্দরবানে সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তাদের মতবিনিময় সভা

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বান্দরবানে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে জেলা মৎস্য অফিস। বুধবার সকালে প্রেস ক্লাব মিলনায়তনে এই মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা অনিল কুমার সাহা, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা জিয়া উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি মো. আমিনুল ইসলাম বাচ্চু, সম্পাদক ফরিদুল আলম সুমনসহ বিভিন্ন মিডিয়ায় কমর্রত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মৎস্য কর্মকর্তা অনিল কুমার সাহা আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।

এবারের জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচীগুলো হলো ঃ শোভা যাত্রা, মাছের পোনা বিতরণ, মেলা, ফরমালিন বিরোধী অভিযান, মৎস্য আইন বিষয়ক মোবাইল কোর্ট ও স্কুল  কলেজে মৎস্য চাষ বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শনী।

শেয়ার করুন