পার্বত্য জেলা বান্দরবানে বনজ, ভেষজ ও ফলজ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে । বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয় চত্তরে এই বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়।
মেলা উপলক্ষ্যে একটি শোভাযাত্রা জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয় । পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ কামাল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলতাফ হোসেন, পাল্পউড প্ল্যান্টেশন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ আনোয়ার হোসেন সরকার, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান জেলা ইউনিটের সেক্রেটারী একেএম জাহাঙ্গীর, পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যসাপ্রু মার্মা ও লক্ষীপদ দাসসহ প্রমুখ। পরে অতিথিরা এক আলোচনা সভায় অংশ নেন।
এ সময় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, মানুষের জীবনে বৃক্ষের ভূমিকা অপরিসীম । বৃক্ষ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা কর্মকান্ডে বৃক্ষ অবদান রেখে চলেছে। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র রক্ষায় বৃক্ষ সংরক্ষনে ও পরিচর্যায় সকলকে ভূমিকা রাখতে হবে।
মেলায় ১৪টি প্রতিষ্ঠানে বৃক্ষের স্টল অংশ নিয়েছে। মেলা চলবে ২৪শে জুলাই পর্যন্ত।