বান্দরবানে শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রবারণা উৎসব

বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার রাতে শহরের পুরাতন রাজবাড়ি মাঠে মোমবাতি জ্বালিয়ে ও ফানুস উড়িয়ে উৎসবের উদ্বোধন করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

তিন দিনব্যাপী উৎসবের দ্বিতীয় দিন বুধবার বিহারে বিহারে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধ পূজা অনুষ্ঠিত হবে আর রাতে আয়োজন করা হবে পিঠা তৈরি উৎসব। বৃহস্পতিবার রাতে আবারও ফানুস উড়িয়ে ও মহামঙ্গল রথযাত্রার মাধ্যমে শেষ হবে এ উৎসব। বান্দরবানের মারমা সম্প্রদায়ের ভাষায় এ উৎসবের নাম ওয়াগ্যোয়াই পোয়েঃ।

-বান্দরবান প্রতিনিধি

শেয়ার করুন