উদ্ভাবনে বাড়বে কর, দেশ হবে স্বনির্ভর- এ স্লোগানে বান্দরবানে শুরু হয়েছে চার দিনব্যাপী আয়কর মেলা।
বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুর ১১ টার দিকে বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কর অঞ্চল -২ চট্টগ্রাম এর আয়োজনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।
এ সময় চট্টগ্রাম কর অঞ্চল- ২ এর অতিরিক্ত কর কমিশনার মো. নুরুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ন কর কমিশনার ভুবন মোহন ত্রিপুরা, অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তার, পাবর্ত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, ভারপ্রাপ্ত পৌর মেয়র দিলীপ কুমার বড়ুয়া প্রমুখ। এছাড়াও স্থানীয় ব্যবসায়ী, আইনজীবী, করদাতা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
চট্টগ্রাম কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মো. নুরুজ্জামান জানান, কয়েক বছর ধরে বান্দরবানে কর মেলা হচ্ছে। এ জেলায় আয়কর মেলা আয়োজনের ফলে করদাতারা নিয়মিত কর পরিশোধ করতে আগ্রহী হচ্ছেন। এছাড়া প্রতিবছর কর দাতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বাড়ছে। জেলায় একটি কর অফিস স্থাপন প্রয়োজন বলে মনে করেন তিনি।
টিআইএন, রেজিস্ট্রেশন, রিরেজিস্ট্রেশন ও কর বিষয়ে বিভিন্ন সেবায় ওয়ানস্টপ সার্ভিস প্রদান করা হবে এ মেলায়। প্রতিদিন সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ মেলা। আগামী আগামী ৫ নভেম্বর মেলা সমাপ্ত হবে।