বান্দরবানে শুরু হয়েছে জুমের ফসল তোলার মৌসুম

পাহাড়ে শুরু হয়েছে ধান কাটার মৌসুম। জুমের পাহাড়গুলো ঝলমল করছে পাকা ধানের সোনালি রঙে। এর মধ্যে দল বেঁধে ফসল তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন নারী-পুরুষ সবাই।

ধানের পাশাপাশি কয়েকদিনের মধ্যেই তোলা যাবে মিষ্টি কুমড়া, মারফা, চিনারসহ আরো বেশ কয়েকটি সাথী ফসল।

এ বছর মৌসুমের ঠিক সময়ে বৃষ্টি না হওয়ায় ফসলের পরিমাণ কিছুটা কম হবে বলে আশঙ্কা করছেন কৃষকেরা। তবে জুমের ফলন বৃদ্ধির জন্যে কৃষকদেরকে সব ধরনের সহযোগিতা দেওয়া হয় বলে জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা।

এর মধ্যে জেলার থানচি উপজেলায় জুমের ফসল সংগ্রহ শুরু হয়েছে। এ মাসের মধ্যেই বাকি উপজেলাগুলোতেও শুরু হবে ফসল তোলার কাজ।

শেয়ার করুন