বান্দরবানে ২৪ জানুয়ারি বৃহষ্পতিবার থেকে শুরু হচ্ছে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মেলা। চার দিনব্যাপী এই মেলায় জেলার সাত উপজেলার নারী উদ্যোক্তারা হস্তশিল্পজাত সামগ্রী প্রদর্শণ এবং বিক্রি করবেন।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরী জানান, নারী উদ্যোক্তাদেরকে নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শণ এবং বিক্রির সুযোগ করে দেবার লক্ষ্যে মেলাটির আয়োজন করা হয়েছে। এখানে ২২টি স্টল থাকবে। সরকারের ‘জয়িতা’ কর্মসূচির আওতায় এই মেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তা এবং উৎপাদনকারীরা অংশ নেবেন।
বৃহষ্পতিবার বিকেল ৩টায় জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম মেলার উদ্বোধন করবেন। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এই মেলা ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে।
ইতোমধ্যে বান্দরবানে জয়িতা কর্মসূচির আওতায় ২৫০ জন নারীকে মোম, তাঁত, সেলাই, ব্লক, বাটিকসহ ১১টি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এ বছর আরো ২৫০ জনকে প্রশিক্ষণ দেয়া হবে। তাছাড়া জেলা শহরের মেঘলা পর্যটন এলাকায় ৬তলা মার্কেট তৈরি করা হচ্ছে। সেখানে উদ্যোক্তারা তাঁদের পণ্য বিক্রির জন্যে স্থায়ীভাবে দোকান বরাদ্দ পাবেন।