বান্দরবানে রোহিঙ্গাদের ত্রাণসামগ্রীর দোকানে ভ্রাম্যমান আদালত

বান্দরবান শহরের মগবাজারে ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন।

বান্দরবানে দিন দিন প্রসার লাভ করছে রোহিঙ্গাদের ত্রানসামগ্রী বিক্রির দোকান । শহরের প্রধান সড়কের দু পাশে প্রতিদিন কয়েক ডজন ভাসমান দোকানী রোহিঙ্গাদের ত্রাণের সামগ্রী বিক্রি করতে রীতিমতো দোকান খুলে বসেছেন। এসব পণ্যের মধ্যে রয়েছে প্লাষ্টিক সামগ্রী, খেলনা, সৌরবাতি, ব্যাটারি, রেডিও, কসমেটিক্স সামগ্রী, খাদ্যদ্রব্য ইত্যাদি।

আবার এসব ভাসমান দোকানে বিক্রি হচ্ছে মেয়াদোর্ত্তীণ ও ভেজালে ভরা সামগ্রী। অপেক্ষাকৃত কম মূল্যের হওয়ায় এসব সামগ্রী কিনে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। আবার ক্ষতির সম্মুখিন হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। এমন অভিযোগের ভিত্তিতে
আজ দুপুরে (৩০ জুন) এসব ত্রাণসামগ্রীর দোকানদারদের বিরুদ্ধে বান্দরবান শহরের মার্মা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন এই অভিযানের নেতৃত্ব দেন।
এ সময় তিনি খোলা জায়গায় ত্রাণসামগ্রী নিয়ে বসা দোকানীদের মৌখিকভাবে সাবধান করেন এবং বেশ কিছু ভেজাল ও মেয়াদোর্ত্তীণ সামগ্রী ধ্বংস করে দেন।

তিনি বলেন, কিছু অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করছি। আগামীতে যে কোনো ধরনের ভেজাল দ্রব্য বেচাকেনার খবর পেলেই আমরা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

অবৈধ ও রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত বিদেশী ত্রাণ বেচাকেনার বিরুদ্ধে অভিযান পরিচালনায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ ব্যবসায়ীরা।

শেয়ার করুন