বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটের পরিচালনায় ওয়াটার, স্যানিটেশন এন্ড হাইজিন (ওয়াশ) প্রকল্পের উদ্বোধন হয়েছে মঙ্গলবার। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কনফারেন্স হলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম। উপস্থিত ছিলেন রেডক্রিসেন্টের সিডি বিভাগের পরিচালক এম এ হালিম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর কেরামত আলী, বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলী হোসেন, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, প্রকৌশলী জয়েস খিসা প্রমুখ।
এ প্রকল্পের মাধ্যমে কমিউনিটি পর্যায়ের অভীষ্ট জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন এবং স্বাস্থ্যবিধি বিষয়ক সক্ষমতা বৃদ্ধি পাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি একেএম জাহাঙ্গীর, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রেডক্রিসেন্টের বান্দরবান ইউনিট লেভেল অফিসার মোঃ মোশারেফ হোসেন। খবর: প্রেস বিজ্ঞপ্তি