একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বান্দরবানে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৯ জন প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগের ১ জন বিএনপি’র ৩ জন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ১ জন, ইসলামী ঐক্যজোটের ১ জন ও স্বতন্ত্র ৩ প্রার্থী রয়েছেন।
যারা মনোনয়ন জমা দিয়েছেন, তাঁরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি। বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য সাচিং প্রু জেরী, জেলা বিএনপি’র সভাপতি মাম্যাচিং, জেলা মহিলা দলের নেত্রী উম্মে কুলসুম সুলতানা লীনা, ইসলামী ঐক্যজোটের মোঃ বাবুল হোসেন, ইসলামী আন্দোলনের মাওলানা মুফতি শওকতুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লক্ষ্মীপদ দাস, সার্ক মানবাধিকার সংগঠনের জেলা সভানেত্রী ডনাই প্রু নেলী ও কুকি-চিন ন্যাশনাল ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন এর সাবেক সভাপতি ও বম সম্প্রদায়ের নেতা নাথানা লনচেও বম।
বুধবার বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের সমর্থিত নেতাকর্মীদের সাথে নিয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলামের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।
এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমসহ প্রার্থীদের নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।