‘যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন’-এ স্লোগানকে সামনে রেখে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস ২০১৭।
এ উপলক্ষে বুধবার (০১ নভেম্বর) দুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনষ্টিটিউট অডিটরিয়ামে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শফিউল আলম, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কমর্কর্তা শহীদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এনামুল হক, বান্দরবান পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিলীপ কুমার বড়ুয়া প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের উন্নয়নকে তরান্বিত করতে যুবকদের এগিয়ে আসতে হবে। যুবকদের কর্মস্পৃহা ও শক্তি সামর্থ্যকে কাজে লাগিয়ে দেশের কল্যাণে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি।
সভা শেষে বান্দরবান পার্বত্য জেলার যুবকদের মাঝে যুব ঋণের চেক প্রদান ও যুব উন্নয়নের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।