বান্দরবান প্রতিনিধি – বান্দরবানে প্রায় ৪৫ হাজার কর্মহীন মানুষ ২৫০০ টাকা করে নগদ সহায়তা পাবেন। করোনা পরিস্থিতিতে কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করা মানুষদের মধ্য থেকে তালিকা প্রণয়ন করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এসব সহায়তা দেওয়া হবে।
বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসাইন জানান, বান্দরবানে পর্যায়ক্রমে সর্বোচ্চ ৪৫ হাজার ৮৬৬ জন দরিদ্র মানুষকে এ সহায়তার আওতায় আনা হবে। তবে বান্দরবানের দূর্গম এলাকায় কিছু মানুষের মোবাইল নাম্বার না থাকায় ৮ থেকে ৯ হাজার মানুষ বাদ পড়তে পারে। এছাড়া অনেকের জাতীয়পরিচয়পত্র সংক্রান্ত জটিলতাও রয়েছে।
বাদ পড়া ব্যক্তিদেরকে মোবাইল ব্যাংকিং ছাড়া অন্য কোনো বিকল্প উপায়ে সহায়তা দেওয়া যাবে কীনা সে ব্যাপারে অর্থবিভাগ থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।
তিনি জানান, বান্দরবানে ভিজিডি এবং খাদ্য সহায়তা কর্মসূচির ১০ টাকার চাল যারা পান প্রায় ৪৫ হাজার পরিবার। তারা এই নগদ সহায়তা কার্যক্রমের আওতায় পড়বেন না।