বান্দরবান সদরের পর্যটন কেন্দ্র প্রান্তিক লেকে একটি বন্য হাতির মৃতদেহ ভেসে উঠেছে। বুধবার দুপুরে লেকের আশপাশের বাসিন্দারা ভেসে ওঠা হাতির মৃতদেহটি দেখতে পেয়ে প্রশাসনকে জানায়।
বন বিভাগের কর্মকর্তারা জানান, বান্দরবান সদরের সুয়ালক ইউনিয়নে জেলা প্রশাসনের পরিচালনাধীন প্রান্তিক লেকে হাতিটির মৃতদেহ ভেসে উঠেছে বলে স্থানীয়রা আমাদেরকে খবর দেয়।
খবর পেয়ে বন বিভাগ এবং জেলা প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তারা বিকালে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
সুয়ালক ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ আলম জানান, প্রান্তিক লেক এলাকায় প্রায় সময় বন্য হাতির দল ঘোরাফেরা করে। তারা লোকালয়ে হানা দিয়ে বসতবাড়ি এবং ফসলী জমির ক্ষতি করে।
জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মোঃ খায়রুজ্জামান বলেন, বন্য হাতিটির মৃতদেহ সরানোর জন্যে বন বিভাগসহ আমরা কাজ করছি।
বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ সাহা জানান, খবর পেয়ে আমাদের রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। তাঁরা হাতিটির মৃতদেহ লেক থেকে সরানোর ব্যবস্থা নিচ্ছেন। হাতিটির মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।