রফিকুল আলম মামুন, বান্দরবান – পানির গ্রাহকদের বকেয়া বিল আদায়সহ অবৈধ সংযোগ এবং অবৈধ মোটর স্থাপনের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। প্রয়োজনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার কথাও বলেন তিনি।
তিনি বলেন, “বান্দরবান শহরে পানির চাহিদা বেড়েছে। তাই পানি সরবরাহ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে হবে। জনগণকেও সচেতন হতে হবে। পানির অপচয় বন্ধ করতে হবে। কেউ পানির জন্য হাহাকার করবে অন্য কেউ পানি নষ্ট করবেন এটা ঠিক নয় ”।
বান্দরবান শহরের নিউগুলশান এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পরিচালিত পানি শোধনাগারে পাম্প স্থাপন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় পুলিশ সুপার জেরিন আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সোহরাব হোসেন, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, “শহরে চাহিদার সাথে সংগতি রেখে পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সময় সাপেক্ষ কাজ। সংশ্লিষ্টদেরকে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে সে সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।” তিনি এ সময় শহরের টিউবওয়েল এবং ডীপ টিউবওয়েলগুলোকে ব্যবহার উপযোগী করারও নির্দেশ দেন।
শহরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে বসানো বিভিন্ন জায়গার টিউবওয়েল প্রসংগে তিনি বলেন “সরকারী টিউবওয়েল কারো পৈত্রিক সম্পত্তি নয়। এসব টিউবওয়েল সবাই ব্যবহার করতে পারছে কিনা তাও দেখতে হবে।’’