খোলাচোখ ডেস্ক ।। দায়িত্ব পালনে দক্ষতার স্বাক্ষর রাখায় পুলিশের দুই সদস্যকে পুরস্কৃত করেছে বান্দরবান জেলা পুলিশ। পুরস্কৃতরা হলেন সদর থানার পরিদর্শক অজয় কুমার শীল ও তথ্য প্রযুক্তি শাখার কনষ্টেবল সাদ্দাম হোসেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, একটি মোবাইল চুরির মামলায় প্রযুক্তিগত সহায়তা নিয়ে জেলা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে খাগড়াছড়ির দীঘিনালা থেকে চোরাইকৃত মোবাইল সেটসহ অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হন। পরে ওই আসামীর স্বীকারোক্তিমতে সোলাইমান নামে আরো একজনকে একই ঘটনায় গ্রেপ্তার করা হয়।
পুলিশের দায়িত্বপূর্ণ কাজে প্রযুক্তিগত দক্ষতার স্বাক্ষর রাখায় আজ বান্দরবান পুলিশের অপরাধ সভায় ওই দুই সদস্যকে পুরস্কৃত করেন পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার। পেশাগত কাজে দক্ষতা প্রদর্শনে এ ধরনের পুরস্কার প্রদান পুলিশ সদস্যদের অনুপ্রাণিত করবে বলে মনে করেন পুলিশ সুপার।