বান্দরবানে পাহাড় কাটার দায়ে জড়িত দুই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ১৫ নভেম্বর বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমা বিনতে আমিন-এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করেন। শহরের হাফেজঘোনায় সাঙ্গু উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকার একটি পাহাড় থেকে মাটি কেটে নিয়ে যাবার সময় কামাল পাশা ও মোঃ ইয়াসিন নামের দুই ব্যক্তিকে জরিমানা করা হয়। এ সময় পাহাড় কাটায় নিয়োজিত বুলডোজার এবং কয়েকটি ট্রাকও আটক করা হয়। এর মধ্যে মোঃ ইয়াসিনের বিরুদ্ধে বান্দরবানের বিভিন্ন জায়গা থেকে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ রয়েছে।
প্রচ্ছদ পার্বত্য চট্টগ্রাম বান্দরবানে পাহাড় কাটা: দুই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করলেন ভ্রাম্যমান আদালত