রফিকুল আলম মামুন, বান্দরবান।। রাত বিরাতে পুলিশের গ্রেফতার আতংকে বিএনপির নেতাকর্মীরা এখন ঘরছাড়া। সবাই পলাতক পরিবার পরিজন ব্যবসা বাণিজ্য ছেড়ে পলাতক জীবন-যাপন করছেন। ‘আমরা মাঠেও নামতে পারছি না। একটি গণতান্ত্রিক দেশে এই স্বৈরাচারী আচরণ অবস্থা মেনে নেয়া যায়না।’ এমন অভিযোগ করেছেন বান্দরবান জেলা বিএনপির সভানেত্রী ও সাবেক মহিলা সংসদ সদস্য মাম্যাচিং।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে সকালে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাবেদ রেজা অজ্ঞাত স্থান থেকে মোবাইল ফোনে বলেন, শহরে থাকা যাচেছ না। প্রতি রাতে বাসায় পুলিশ গিয়ে কড়া নাড়ছে। এভাবেতো বেশিদিন চলতে দেয়া যায় না। আমরা কঠিন কমর্সূচী নিয়ে শীঘ্রই মাঠে নামবো।
রোববার সকালে মাম্যাচিং এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাচিং প্রু জেরীর নেতৃত্বে নেতাকর্মীরা পৃথক পৃথক ভাবে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের কাছে এই স্মারকলিপি দেন।
এদিকে, বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয়সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।তবে এসব বাধা উপেক্ষা করেও বিভিন্ন স্পটে স্বারক লিপি পেশকে ঘিরে বিএনপি কর্মীদের জড়ো হতে দেখা গেছে।
গত দুই সপ্তাহে বান্দরবানে বিএনপির ২৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ১৩ জন এখনো জেল হাজতে থাকলেও বাকীরা জামিনে আছেন বলে জানায় দায়িত্বশীল সূত্র।