বান্দরবানে পর্যটন দিবস পালন

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“ভবিষ্যতে উন্নয়নে কাজের সুযোগ র্পযটনে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে বান্দরবানে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভা যাত্রাটি সড়কের প্রধান সড়ক ঘুরে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে শেষ হয়। শোভা যাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. শফিউল আলম। এছাড়াও এসময় বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন।
পরে সেখানে আলোচনা সভায় অংশ নেন অতিথিরা।

জেলা প্রশাসক শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাশ, মুদি দোকান মালিক সমিতির সভাপতি বিমল কান্তি দাশ, রেস্তোরা মালিক সমিতির সভাপতি গিয়াস উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী হোসেন, সিভিল সার্জন অং সুই প্রæ মারমা প্রমুখ।

বক্তারা বান্দরবানের পর্যটন উন্নয়ন ও করণীয় বিষয়ে আলোচনায় অংশ নেন। আলোচনা শেষে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন