নিজস্ব প্রতিবেদক।। বান্দরবানে পর্যটকবাহী মাইক্রোবাস খাদে পড়ে ১ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের লাইমী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, চট্টগ্রামের ফটিকছড়ি এলাকা থেকে ১৬ জন যুবক একটি মাইক্রোবাস নিয়ে বান্দরবানের পর্যটন স্পট চিম্বুক যাওয়ার পথে লাইমি পাড়া এলাকায় গেলে গাড়ীর নিয়ন্ত্রয়ন হারিয়ে খাদে পড়ে যায়।
এসময় ঘটনাস্থলেই একজন মারা যায় এবং ১২ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরন করেন।
নিহতের নাম মোহাম্মদ বাদশা (২২)।তিনি ফটিকছড়ি উপজেলার রৌশনগিরি এলাকার মোহাম্মদ জাফরের ছেলে। আহতরা সবাই ফটিক ছড়ি নাজির হাট এলাকার বাসিন্দা।তারা সবাই বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী বলে জানা গেছে।
বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ফটিকছড়ি এলাকা থেকে ১৬ জন যুবক মাইক্রোবাস নিয়ে পর্যটন স্পট চিম্বুক যাওয়ার পথে লাইমি পাড়া গেলে নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাদেও সবাইকেই চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।