সারাদেশের মতো নিরাপদ সড়কের দাবিতে বান্দরবান শহরেও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। সরকারি নির্দেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা সত্ত্বেও সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা।
পরে তারা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। মানববন্ধনে ছাত্র নেতারা তাদের নয় দফা দাবি তুলে ধরে বক্তব্য দেয়। তারা সারা দেশের ছাত্র ছাত্রীদের যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানায়। শীঘ্রই এসব দাবি মানা না হলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকিও দেয়া হয় মানববন্ধন থেকে।
মানববন্ধনে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, সরকারি কলেজ ছাড়াও বেশ কিছু প্রতিষ্ঠানে কয়েকশ’ ছাত্রছাত্রী অংশ নেয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করে।