বান্দরবানে দুই দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

‘পরিকল্পিত পরিবারে গড়বো দেশ উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে দুই দিনব্যাপী এসবিসিসি পরিবার পরিকল্পনা মেলা-২০১৮ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৯ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় বান্দরবানে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এবং পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় বনশ্রী সিনেমা হল প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. অংচালুর সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, পুলিশ সুপার মোঃ জাকির হোসেন মজুমদার, ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল মোঃ রেজাউল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ তাহমিনা শবনম সোবহান প্রমুখ।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। পূর্বের তুলনায় দেশে মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার অনেকাংশে কমে এসেছে। জনসংখ্যা রোধকল্পে দেশের মানুষকে সচেতন করতে হবে। জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে হবে। আলোচনা শেষে অতিথিবৃন্দ দুই দিনব্যাপী এসবিসিসি পরিবার পরিকল্পনা মেলা-২০১৮ উপলক্ষে জেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী এবং সেরা স্টলের পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন