বান্দরবানে ত্রিপুরা কল্যাণ সংসদের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট খুশীরায় ত্রিপুরা। সাধারণ সম্পাদক সুকান্ত ত্রিপুরা এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ফিলিপ বলিরাম ত্রিপুরা।
শুক্রবার সকালে বান্দরবান শহরের ডনবস্কো উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচনে সংগঠনটির ১ হাজার ৪২৯জন ভোটার অংশ নেন। এর মধ্যে খুশীরায় ত্রিপুরা পেয়েছেন ৯৬৯ ভোট, সুকান্ত ত্রিপুরা ৮৩৪ ভোট এবং ফিলিপ বলিরাম ত্রিপুরা ৮৩৯ ভোট। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ফিলিপ ত্রিপুরা।
বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরা জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী এ সংগঠনটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯৮৯ সালে স্বীকৃতি পায় বান্দরবান আঞ্চলিক কমিটি। সেই কমিটির প্রথম সভাপতি ছিলেন অন্দুলা ত্রিপুরা। এবারের নির্বাচনটি সংগঠনের ১২তম নির্বাচন। সংগঠনের মোট ভোটার সংখ্যা ২,০২০।