ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবানের শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধমীর্য় উৎসব দূর্গা পূজা।
সন্ধ্যায় বান্দরবান শহরের রাজার মাঠের কেন্দ্রীয় দুর্গাপূজার মন্ডপে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভেদানন্দ ব্রক্ষ্রচারী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় দূর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি লক্ষী পদ দাশ, কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সভাপতি নিখিল কান্তি দাশ, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ দাশ শেখর, রাজেশ্বর দাশ প্রমুখ।
উদ্বোধনের পর দেবীর মুখোন্মচনের মধ্য দিয়ে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এবারের দুগোর্ৎসবের সূচনা হয়।
এবার বান্দরবান জেলায় মোট ২৭ টি মন্ডপে একযোগে দূর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।