বান্দরবানে নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে প্রথমবারের মত প্রশিক্ষণের আয়োজন করেছে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম। ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে জুম অনলাইন প্ল্যাটফর্মে ‘ক্যাপাসিটি বিল্ডিং অফ সিভিল সোসাইটি অন সোশ্যাল একাউন্টেবিলিটি টুল্স (স্যাট)’ শিরোনামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)-এর জেলা সভাপতি অং চ মং-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের কাছে সুশাসন, নাগরিক অধিকার, তথ্যপ্রাপ্তির অধিকার, জবাবদিহিতা, সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতে সরকারের কর্মচারি ও নাগরিকদের ভূমিকা ইত্যাদি বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ লুৎফুর রহমান ও সহকারি কমিশনার কায়েসুর রহমান।
ডিপিএফ-এর সেক্রেটারি লার জারলম বম-এর সঞ্চালনায় এ প্রশিক্ষণ কর্মসূচিতে শিক্ষক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, উন্নয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার ৪৯ জন অংশ নেন।
এ ধরনের প্রশিক্ষণ সুশাসন ও ন্যায্যতাভিত্তিক দেশ গঠনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়তা করবে বলে মনে করেন আয়োজকরা।
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে প্রশিক্ষণ কর্মসূচিটিতে সহায়তা দিয়েছে ব্রিটিশ কাউন্সিল ও প্ল্যাটফর্মস ফর ডায়লগ (পিফোরডি)।