বান্দরবান জেলা আইনজীবি সমিতির ২০২৫-২৬ মেয়াদের দ্বিতীয়ার্ধে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যারিস্টার ইলিয়াছুর রহমান। সহ-সাধারণ সম্পাদক (লামা) হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহীম।
৭ আগস্ট (বৃহস্পতিবার) বান্দরবান জেলা আইনজীবী সমিতির কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করেছেন পূর্বেকার কমিটি।
গঠনতন্ত্র অনুযায়ী প্রথম ছয় মাসের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম এবং সহ-সাধারণ সম্পাদক (লামা) হিসেবে ছিলেন অ্যাডভোকেট মোঃ মামুন মিয়া। তাদের মেয়াদ শেষ হয়েছে ১ আগস্ট।
বান্দরবান জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৫-২৬ মেয়াদের সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক (লামা) পদে সমান সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত দুই সদস্যের মধ্যে ছয় মাস মেয়াদি দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। প্রথম মেয়াদের কমিটির দায়িত্ব শেষ হবার পর দ্বিতীয় মেয়াদের কমিটি দায়িত্ব গ্রহণ করলেন।